আওয়ামী লীগ’কে ‘লাঠিয়াল বাহিনী’ আখ্যা দিলেন টুকু

বিএনপি রাজনৈতিক দল আর আওয়ামী লীগ’কে লাঠিয়াল বাহিনী বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১১ মে) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনসমর্থনহীন আওয়ামী লীগে অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ তাদের জনসমর্থন নেই, তাদের কোনো দল নেই, আছে পুলিশ বাহিনী। গত নির্বাচনের আগে কারো আশ্বাস কিংবা বিশ্বাস করে নয়, ভদ্রতার খাতিরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল বিএনপি। অথচ পরবর্তীতে আমরা দেখেছি কীভাবে দিনের ভোট রাতে শেষ হয়। কাজেই পুনরাবৃত্তির বিষয় নয়, দেশের নির্বাচন তখনই হবে, যখন জনগণ বিজয় অর্জন করতে পারবে।
তিনি আরো বলেন, শুধু বিএনপি নয়, সরকারবিরোধী অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আছে, তারাও আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না।বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অস্তিত্ব সংকট বিএনপির মধ্যে নেই। অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের।
ইভিএমে নির্বাচন সম্ভব হবে কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোনো ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিতে পারে না। গতবার দিনের ভোট রাতে করেছে এবং আগামী সময়ে ইভিএমের মাধ্যমে দিনে ডিসি অফিসে বসে ৯০ ভাগ ভোট কাস্ট হয়েছে দেখিয়ে ৮০ ভাগ ভোট নিজেদের পক্ষে নিতে ষড়যন্ত্র করা হচ্ছে, যা দেশের জনগণ বোঝে। বিএনপির বক্তব্য স্পষ্ট, একেবারে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন এ দেশে সুষ্ঠু হবে না।
বিএনপি আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করে টুকু বলেন, সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরায় ফিরে পেতে মানুষের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করব। আমরা এটাও বিশ্বাস করি, বিএনপি নির্বাচনে না গেলে দেশে ও আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে? সেটা আমরাও যেমন জানি, ক্ষমতাসীন আওয়ামী লীগও জানে।